"মাঝখানে আমরা"
****************
মায়ের জন্য অনেক অনেক প্রোটিনের দরকার। আগুন বাজারে একটুকরো মাছের খোঁজে এসেছে তাই ফিরোজ দর্জি। শুনছে রান্নার গ্যাস আর তেলের দাম বেড়েছে। জিনিসের দাম নাকি আরো বাড়বে! মায়ের ওষুধ নিতে গিয়ে মাথায় হাত। ওষুধের দাম একেবারে ডবল! হঠাৎ পাশেই দেখে স্কুলের বন্ধু কল্যাণ। হাতে টাকা নিয়ে গুনছে আর চোখ দিয়ে জল পড়ছে। এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখতেই হতচকিত হয়ে চোখের জল মোছে। ধরা গলায় বলে মা চলে গেল। ওষুধগুলো না নিয়ে গেলে বাবাও হয়ত!
বাইরের রাস্তায় তখন কিসের একটা মিছিল যাচ্ছে আর মাইকের শব্দে আকাশ বাতাস বারবার অনুরণিত হচ্ছে "বিশেষ ধর্মই আসলে মূল শত্রু"!
--- 0 ---
--- 0 ---
অভিজিৎ মণ্ডল
উত্তর পোদড়া (নতুন পল্লী)
পোষ্ট - পোদড়া
থানা - সাঁকরাইল
জেলা - হাওড়া
সূচক - ৭১১১০৯
চলভাষ - ৯৮৭৪৬৭২০২৫
উত্তর পোদড়া (নতুন পল্লী)
পোষ্ট - পোদড়া
থানা - সাঁকরাইল
জেলা - হাওড়া
সূচক - ৭১১১০৯
চলভাষ - ৯৮৭৪৬৭২০২৫

Comments
Post a Comment