কৌশিক বড়ালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

কৌশিক বড়ালের কবিতা



বাতুলের স্পর্শে 

————————————

যেভাবে সভ্য প্রাচীরের দল বেঁধেছে সভ্যতাকে
তার মুঠোবন্দি অর্বাচিনের মণিকোষ্ঠাতে৷
নীলচে আকাশ বেয়ে ঝড়ে পড়া নেমেসিস
বাসা গড়ে তুলেছে শহরের কোণাগুলোতে৷

সেভাবে মানচিত্রের বুকে যারা আজ নেমেছে
শহরের নগরকীর্তনের স্বাদ দিতে প্রতিটা অক্ষরে৷
কখনো ছেঁড়া তাপ্পি মারা পোশাকি আবেশে 
কখনওবা রাজার মতো আধুনিকতার গুহাপ্রাচীরে৷

হঠাৎ পথ চলতি পথিকের পথ আঁটকে বোঝাতে চায়
ধ্বংসের মুখে এই ব্রহ্মান্ড, কখনও আবার 
নিয়ন্ত্রিত ডেসিবেলের চেয়েও উচ্চস্বরে আগমনীবার্তা
জানিয়ে দিচ্ছে প্রতিটি পাড়াকে রাত্রের মোড়কে৷ 

প্রত্যেকের পাশে সে শরীরের গন্ধ অনুভব করে,
হয়তোবা পথে পথে খোঁজে তার ফেলে আসা প্রিয়জনকে৷৷৷

                        ——————

নাম:- কৌশিক বড়াল 
ঠিকানা:- কান্দী, মুর্শিদাবাদ
ফোন নং:- 7001090414 / 7430955708
মেল আইডি:- koushikboral1999@gmail.com


No comments:

Post a Comment