মরার সময় একটি সেলফি দিয়ে যাব
তোমাকে তুলে না-ধরলে উঠতেই পারতে না
===============================
এই যে তুমি জাতীয় সড়কে ডিগবাজি খেয়ে আট-দশটা
উঠে দাঁড়িয়ে ধুলোরক্ত ঝেড়েমুছে সবাইকে অবাক করে দিলে
হেলমেট না-থাকলে হয়তো শুয়েই থাকতে রাস্তায়
এসব জানকারি ফেসবুকে দিলেই না ফলে কেউ জানলই না
লাইক দিল না উহু দিল না লাভ দিল না স্যাড দিল না
তুমি বোকার মতো বাঘবন্দি খেলা খেলে গেলে বউয়ের সঙ্গে
কেউ দেখতে এল না
পাশের বাড়ির না তার পরের বাড়ির না কাছের কেউ না দূরের কেউ না
এখন কেউ ফেসবুক ছাড়া কিছুই শুনতে পাই না দেখতে পাই না
ভাবছি মরার সময় একটি সেলফি দিয়ে যাব ...
===============================
চন্দন মিত্র
ভগবানপুর ( হরিণডাঙা ) , ডায়মন্ড হারবার , দক্ষিণ চব্বিশ পরগনা
Comments
Post a Comment