সুশান্ত সেন
বাংলা আমার প্রেম,
বাংলা ভাষার মধুর সুরে
তোমায় পেয়েছিলেম ।
এই ভাষাতে জীবন আমার
মধুর সুরে গায়
এই ভাষাতে মনের ময়ূর
পেখম তুলে চায়,
আমার এমন মধুর ভাষা
বিশ্ব সভায় এসে
নিয়েছে স্থান আন্তর্জাতিক
নিতান্ত অক্লেশে।
অনেক জ্ঞানীগুণী'র হাতে
পরিমার্জনেতে,
কুর্নিশ টি বিশ্ব জানায়
সোনার আসন পেতে।
তোমার কাছেই আমার জীবন
মরণ তোমার কাছে
সুরেলা এই মহান ভাষা
আর কি কোথাও আছে!
সুশান্ত সেন
৩২বি শরৎ বোস রোড কলিকাতা,৭০০০২০
৯৮৩০২৪২১৩৪
Comments
Post a Comment