আমার বাংলা মা
আশীষ কুমার চক্রবর্তী
নয়ন ভরে দেখি আমি আমার বাংলা মা'কে
স্বপনে, শয়নে মোর জাগরণে তুমি আছ মোর সাথে।
তোমার হাসি লুকিয়ে থাকে চাঁদের হাসিতে
অনুভবে খুঁজে পাই তোমাকে সন্ধ্যা তারাতে।
তোমারই ভাষাতে গান গাওয়া আমার পথ চলা
তোমার জন্য তুলসীতলায় সন্ধ্যাপ্রদীপ জ্বালা।
তোমার ভাষাতে গান গাই , লিখি প্রবন্ধ, কবিতা
তোমার বুকে পরমানন্দে, সকল হাসি,খেলা।
বাংলার গানে পাই প্রেরণা জীবন চলার পথে
মানব জনম ধন্য হয়েছে জন্মে বাংলাতে।
খুঁজে পাই আমি বাংলা গানে ভক্তিরসের ধারা
রাধাকৃষ্ণর ভালবাসাতে মনে জাগে চেতনা।
বাংলা ভাষাতে বাংলা গানের স্বর্ণ যুগ কোথা পাবে?
হেমন্ত, মান্না,সন্ধ্যা,লতা ভরায় গানে গানে।
এই মায়ের বুকে হেসে খেলে সুখে আসব খেলা সাঙ্গ হলে
জুড়াব মাগো তোমার বুকে
তোমারই নামে তোমারই গানে।
Ashis kumar chakraborty Advocate, 16,Avenue South Santoshpur Jadavpur Kolkata-70O O75

Comments
Post a Comment