কবিতা ।। একুশের পদাবলী ।। আবদুস সালাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। একুশের পদাবলী ।। আবদুস সালাম

একুশের পদাবলী

আবদুস সালাম


ভুলে গেছি উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারী 
গড্ডালিকা প্রবাহে ভেসে চলেছি সময়ের স্রোতে
জীবিকার তাগিদে খেয়ে ফেলেছি নিজস্বতার শিকড়

মিথ্যা শোকের মুখোশ পরি   
মঞ্চে ফাটায় গলা
শহীদ মিনারের গায়ে আঁকি রফিক ,সালাম বরকতের ছবি
শ্লোগান তুলি রুদ্র মুহাম্মদ শহিদুল্লার ভাষায়

আবেগের দাম দিতে  ওড়ায় কথার ফুলঝুরি
ভাষার সাথে কবর দিলাম মাতৃভাষার নাম

আত্ম বিড়ম্বনার প্রেতোচ্ছায়ায় ঘণীভূত হয় বেদনার স্রোত
মিছিমিছি ওড়ায় একুশে ফেব্রুয়ারীর পতাকা।

###
 
আবদুস সালাম 
প্রয়াস, শ্রীকান্তবাটি মাদারল্যান্ড
 ডাক, রঘুনাথগঞ্জ
 মুর্শিদাবাদ৭৪২২২৫ 

No comments:

Post a Comment