সঞ্জয় বৈরাগ্য
বাংলা আমার মাতৃভাষা, বাংলা মোদের প্রাণ,
বাংলা আমার জন্মভূমি, রাখবো বাংলার মান।
বাংলা আমার হাতের লেখা, বাংলা আমার কথা
বাংলা হল মধুর ভাষা, এটাই পরম গাথা।
বাংলা-কে করতে প্রধান ভাষা শুরু হল আন্দোলন,
আকাশে বাতাসে ধ্বনিত হল, বাংলা ভাষার-ই জয়গান।
১৯৫২ সালের দিনটা ছিল, ২১শে ফেব্রুয়ারী
ভাষা আন্দোলন-কে করতে ব্যর্থ, চললো ১৪৪ ধারা জারি।
বাংলামায়ের বীর সন্তান সালাম, রফিক, বরকত
তাদের রক্তে রঞ্জিত হল, এই বাংলার রাজপথ।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো' সেই একুশে ফেব্রুয়ারী,
আমরা কি কখনও ভুলতে পারি?
কত শত ভাষা শহীদের রক্তে, আজ মুক্ত একুশের আকাশ
বাংলার ছেলে আবদুল, শফিউর, বরকত ভাইদের সেলাম রাশরাশ।
=======================
সঞ্জয় বৈরাগ্য, কৃষ্ণনগর, নদীয়া।
Comments
Post a Comment