ভাষা শহীদ দিবস
সুনীল করণ
বাংলা আমার, বাংলা তোমার
এটাই প্রাণের ভাষা,
ভাষা নিয়েই গর্ব সবার
জাগায় মনে আশা।
উনিশে মে গর্জে উঠি
রক্তাক্ত দিনে,
পথ ভুলি না এগিয়ে চলি
বন্ধুর পথ চিনে।
বাংলাদেশের মাটিতে হয়েছে
ভীষণ আন্দোলন,
পুলিশ সেদিন নির্মমভাবে
করে গুলিবর্ষণ।
সেই কারণেই সারাটা বিশ্বে
একুশে ফেব্রুয়ারি,
বিশ্বের সব ভাষা শহীদকে
আমরা স্মরণ করি।
আনন্দ ও বেদনায় মাখা
একুশে ফেব্রুয়ারি,
স্মৃতিতে আজও সুজয়, সালাম...
কেউ কী ভুলতে পারি?
============
SUNIL KARAN
VIVEKANANDA PARK,
KOLKATA - 700 063

Comments
Post a Comment