মাতৃভাষা
পূর্বিতা পুরকায়স্থ
প্রচণ্ড দাবদাহের পর
যে অক্ষরগুলো, স্নায়ুতে আঙ্গুল বোলায়
সে আমার মাতৃভাষা।
রক্তের দাগ তাতে, এখনো উত্তাপ ছড়ায়;
আমাদের চোখে তাই বৃষ্টি নামে,
পুরোটা উঠোন জুড়ে দেখি
শহীদের নাম লেখা অজস্র নৌকো
চলে আকাশগঙায়। আমরা সে সব ভুলে
যে যার কক্ষপথে ঘুরি।
কখনো অজস্র ঢেউ ভাঙ্গার পর
অবসন্ন মন ঠাঁই খোঁজে সেই সব অক্ষরে
=======================
পূর্বিতা পুরকায়স্থ
Narkel Bagan Road
Garia, Kolkata 84

Comments
Post a Comment