অভিজিৎ দত্ত
বাংলা মোদের মাতৃভাষা
বাংলা মোদের গর্ব
বাংলায় তাই কথা বলতে
সবসময়ই আমরা স্বচ্ছন্দ।
বাংলায় কথা বলার অধিকার
একদিন ছিল না পূর্ব বাংলার
তারজন্য তারা জীবন বাজি রেখে
করেছিল মরণপণ লড়াই
শেষ পর্যন্ত শাসকের কাছ থেকে
বাংলা ভাষায় কথা বলার
অধিকার করেছিল আদায়।
একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা জন্যে
প্রাণ দিয়েছিলেন অনেকে
রফিক, সালাম, বরকত, জাব্বারের
লড়াই হয়নি বিফল
সারা বিশ্বে মর্যাদার সঙ্গে আজ
মাতৃভাষা দিবস হচ্ছে পালন।
================
ABHIJIT DUTTA, AT-MAHAJANPATTI, P.O.JIAGANJ, DIST.MURSHIDABAD, PIN.742123, WEST BENGAL
Comments
Post a Comment