কবিতা ।। বাংলা আমার মাতৃভাষা ।। মানস লাহিড়ী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। বাংলা আমার মাতৃভাষা ।। মানস লাহিড়ী


বাংলা আমার মাতৃভাষা 

 মানস লাহিড়ী

বাংলা আমার মাতৃভাষা 
মায়ের মুখের হাসি
বাংলা আমার জন্মভূমি
আমি বাংলাকে ভলোবাসি।
বাংলা আমার চেতনায় আর
বাংলা কবিতা গানে
আমি বাংলাতে নাচি বাংলায় গাই
বাংলা আমার প্রাণে।
বাংলা মোদের প্রতুলের গানে
বাংলা জীবনানন্দে
বাংলা মানেই রবিঠাকুর
আর সত‍্যেন্দ্রর ছন্দে।
বাংলার মজা সুকুমার রায়ে
বাংলার রাজা রামমোহন
বাংলার কথা কত শত হবে
লিখলে হবে সাতকাহন।
বাংলা মানে ভাষার লড়াই 
রক্তে লেখা যার ইতিহাস 
শহীদ কত ছাত্রযোদ্ধা 
ওপারে দেখো কি পরিহাস!
ভাষার জন‍্য এতো যুদ্ধ 
ভাষার জন‍্য রক্ত নদী
এখনো চলছে চোরাস্রোত
যুদ্ধে বহাল আজোবধি।
যতই যুদ্ধ আসুক নেমে
একুশে মানে ভাষার জয়
একুশ মানে ভাষাদিবস
মানছে সারা বিশ্বময়।

===============

   

মানস লাহিড়ী 
গ্রাম ও পোস্ট : দিগনগর
জেলা  : পূর্ব বর্ধমান 
পিন : ৭১৩ ১২৮


No comments:

Post a Comment