লেখা হলো
জগদীশ মন্ডল
সেদিন মিছিলে পায়ের ছায়াতে
ছিলো ভাষার টান,
মুখে ছিলো একটি শ্লোগান লেখা
স্বদেশমুখি গান।
এগিয়ে চলেছে ফাগুন ঝরা
মৃত্যুর বরাভয়,
এসেছিলো তারা আপন ভাষায়
করবে বাধা জয়।
দাবি ছিলো বাঁচি ক্যামনে নিজের
মাতৃভাষা ছেড়ে,
হায়না জানেনা মা মাটির কদর
প্রাণ নিলো সে কেড়ে।
লেখা হলো সেদিন নবধারাপাত
একুশ ফেব্রুয়ারি,
শহিদের রক্ত বিফলে যায়নি
সেলাম জানাই তার'ই।
"""""""""''''''""""""""""""""""""""""""""""""
জগদীশ মন্ডল ।। নতুন পুকুর রোড ।। চড়কডাঙা ।। পোস্ট::বারাসাত ।।কলকাতা::700124

Comments
Post a Comment