কবিতা ।। আমার বাংলা ভাষা ।। অঞ্জনা গোড়িয়া সাউ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2025

কবিতা ।। আমার বাংলা ভাষা ।। অঞ্জনা গোড়িয়া সাউ


আমার বাংলা ভাষা 

অঞ্জনা গোড়িয়া সাউ


বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা  সবার আগে
বাংলা ভাষায় কথা  বলি
বাংলায় প্রেম জাগে।

বাংলাতেই কাঁদি হাসি
বাংলায় গান গায়
বাংলা ভাষা মনের ভাষা
বাংলায় প্রাণ পায়।

মনের কষ্ট  বেদনা যতো
বাংলায় প্রকাশ  করি
বাংলার মেয়ে বাংলায় বধূ
বাংলায় সংসার ভরি।

"মা" বুলিতে অপার সুখ
মনের মাঝে শান্তি 
ড্যাডি মাম্মি সব বিদেশি ভাষা
ইংরেজীটা ও ভ্রান্তি 

বাংলায় মান বাংলায় সাধ
বাংলা হৃদয়ে রাখা।
বাংলা ডাকে স্বস্তি প্রাণে
বাংলা আদর মাখা।





No comments:

Post a Comment