প্রাণের ভাষা
রাফেল ইসলাম
বাংলা আমার শুদ্ধ মাতৃভাষা
বাংলাতে কথা কই,
ছোট্ট থেকে বড় হয়ে
সর্বদা সম্মানিত হই।
বাহান্নতে ভাষা আন্দোলনে সফল
আমার বাংলার ভাই,
সালাম জব্বার রফিক বরকত
শহীদ হয়েছে তাই।
রক্ত দিয়ে কেনা আমাদের
প্রাণের বাংলা ভাষা,
এই ভাষাতে গুন আছে
মিটায় মনের আশা।
আজও আমরা স্মরণ করি
শহীদ ভাইদের অবদান,
একুশে ফেব্রুয়ারি আসলেই কাঁদে
বাংলার জননীর প্রাণ।
বাংলা ভাষা মধুর ভাষা
আর বাঙালিদের অহংকার,
শান্তি পাই কথা বলে
তুলনা নাই যার।
বাংলা ভাষা গর্বের ভাষা
এই জাতির অধিকার,
ছিনিয়ে নিতে পারেনি পাকসেনা
এখন জয় জয়কার।।
=================
রাফেল ইসলাম।
গ্রাম-বাগান বেড়িয়া(বিড়লাপুর)।
পোস্ট-চককাশিপুর।
থানা-নোদাখালি।
জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা।
পিন নম্বর-৭৪৩৩১৮.

Comments
Post a Comment