গল্প
সুবীর সরকার
শীত থেকে কিছুটা দূরে আছি।
বালুচর ও জিপসী তাঁবু থেকে দূরে
আছি
মন্ত্রমুগ্ধের মত দেখি সাজিয়ে রাখা গল্পের
মোড়ক
প্রশংসা চিরকালই আবেগ ঘন
অনেক গানই সুপারহিট হয় না
আমি কখনো আক্রমণ ফিরিয়ে দেই
না
বিছানায় অপমান উঠে এলে
মৃদু হাসি ও পাশবালিশ জড়িয়ে শুয়ে
পড়ি
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
সুবীর সরকার
দেবীবাড়ি নুতন পাড়া
কোচবিহার_৭৩৬১০১

Comments
Post a Comment