অমিত মজুমদার
ছেলেটা গাছ। মেয়েটা বাড়ি। দু'জনে বাগান চোর
তাদের শরীরে বড় কৃষ্ণপক্ষ
মেয়েটা বাড়ির পলেস্তারা খসাচ্ছিলো অবেলায়
ছেলেটাও গাছের বাকল তুলছিলো টেনে টেনে
হাটের দিনে
তাদের নিজেদের শরীরও নিরাপদ থাকে না
জ্বর আসে অসুখ আসে। হাটে সবার অবাধ প্রবেশ
এই হাটে হাঁড়ি ভাঙে না কেউ
ফসফরাস আলোয় নির্বাসন পর্যন্ত দেখা যায় না
তারা মানে জ্যোৎস্না কিংবা জিজ্ঞাসা চিহ্ন
ছেলেটা গাছ। মেয়েটা বাড়ি
অথচ তাদের বাগান চুরি করা হলো না কোনোদিনই।
__________________________________________________
অমিত মজুমদার
গ্রাম — পশ্চিম জগদানন্দপুর ( ভেড়ামারা )
পোস্ট — বেথুয়াডহরি
জেলা — নদিয়া
সূচক — ৭৪১১২৬
মোবাইল — ৮৩৬৭৮১৯৭৫৭

Comments
Post a Comment