ছড়া ।। বর্ষার দিন ।। প্রমিলা মিস্ত্রী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

ছড়া ।। বর্ষার দিন ।। প্রমিলা মিস্ত্রী

বর্ষার দিন

প্রমিলা মিস্ত্রী



বৃষ্টি পরে টাপুর টুপুর বর্ষার দিনে
নদী নালা পুকুরেতে জল যায় জমে ।
আকাশের গায়ে মেঘ করে হই হই,
তারই ভেতর জলে জলে করে থই থই ।

বৃষ্টি পরে টাপুর টুপুর বষার দিনে,
চাষিরা চাষ করে সেই জলে দিয়ে ।
মাঠে মাঠে কত জল করে থই থই,
তারই ভেতর মাঝিরা লাঙ্গল নিয়ে করে হই হই।

মাঠে মাঠে কত জলে ব্যাঙাচির বাসা
তারা শুধু লেজ বেকে করে আনন্দ খাসা ।
সারি সারি কত বক আসে ঝাঁকে ঝাঁকে,
শামুকের নেশাতে বেঁকে বসে মাঠে।

দূর থেকে চাঁতক পাখি বলে উড়ে উড়ে,
মেঘ তুই দে বৃষ্টি খাবো পেট পুরে।
মাঠে মাঠে কত ফসল দোলায় শুধু মাথা ।
চাষিভায়া দেখে ফসল হয় আত্মহারা ।

স্বপ্ন যেন ফুটে ওঠে মাঠ ভর্তি হয়ে
মন বলে এবার পাবো দুবেলা পেট পুরে ।
বৃষ্টি পরে টাপুর টুপুর বর্ষার দিনে,
নদী নালা পুকুরেতে জল যায় জমে।

=====================

 
 Promila Mistri,Vill -Nurpur,P.O-supur, district–Birbhum,PS-Bolpur, pin-731204,


 

No comments:

Post a Comment