কবিতা ।। পাঁকাল মাছের মত ।। সান্ত্বনা ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। পাঁকাল মাছের মত ।। সান্ত্বনা ব্যানার্জী


পাঁকাল মাছের মত

সান্ত্বনা ব্যানার্জী


আধুনিক এই সভ্য জগতে আমরা সভ্য কত!
জঞ্জাল যত কেটেকেটে চলি পাঁকাল মাছের মত।
পথের ধারেতে নোংরা ভিখারী দেখেও দেখিনা ভাই,
মুমূর্ষু রোগী অসহায় শিশু ফিরেও তাকাতে নাই।
জ্ঞানভোর দেখি দেশে দেশে শুধু যুদ্ধ যুদ্ধ খেলা,
উলুখড় যতো জ্বলে পুড়ে যায় মৃত মানুষের মেলা
তার কিছু হয় খবরে প্রকাশ অনেকখানিই হয়না,
শুনে যাই শুধু নির্বাক হয়ে সবটাতো মনে রয়না।
খুব বেশী হলে একটু বিষাদ, একটা দীর্ঘশ্বাস,
তারপর সব খাঁড়া বড়ি থোর, আনন্দ পরিহাস।
ভাবি শুধু এই যাই বা ঘটুক আমি যেন থাকি সুখে,
হা হুতাশ যতো প্রকাশিত হয় সবটুকু থাক মুখে।
এমনি করেই সরিয়ে ফেলি যা কিছু অবাঞ্ছিত,
বাঁচার উপায় করেছি রপ্ত পাঁকাল মাছের মত।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


No comments:

Post a Comment