কবিতা ।। সাথীহারা পাখি ।। মনোরঞ্জন দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। সাথীহারা পাখি ।। মনোরঞ্জন দাস


সাথীহারা পাখি

মনোরঞ্জন দাস

বুঝিনি'তো আগে   অভিমানে রাগে
        একা রেখে যাবে চলে,
মিছে ভুল বুঝে     নিজ সুখ খুঁজে  
         মুখে কিছু নাহি বলে।

কত চুপকথা    মনে পড়ে যথা
     স্মৃতি কাঁটা বিঁধে বুকে,
সাথীহারা পাখি   জল ভরা আঁখি
    দেয়া নেয়া গেল চুকে।

মনে ছিলো আশা   ভালোবাসা খাসা
     চোখে চোখে চোখ রাখি,
প্রেমে ধরি বাজি  তুমি হলে রাজি 
    অবশেষে দিলে ফাঁকি।

অজুহাত খাঁড়া   মায়াবিনী দ্বারা
    মরীচিকা বারি ছায়া,
ধূধূ চোরাবালি  খাদে পড়ি খালি
    এতদিনে মিছে মায়া।

কোন ঘরে আলো   থাকো হেথা ভালো
        রেখো তারে বেশ সুখে,
আর রাগ নহে     বুকে ব্যথা সহে
        আমি থাকি চির দুখে।

-------------^------------


 মনোরঞ্জন দাস, আনন্দপুর কলকাতা- 700100 (ভারত)


No comments:

Post a Comment