মায়ের ছোঁয়া
রিয়াদ হায়দার
প্রথম যখন মুখের ভাষায় ফুটতো আধো বোল,
আমি তখন আদর মেখে থাকি মায়ের কোল।
মায়ের কাছে প্রথম শেখা অ আ ক খ বুলি,
সে সব কথা স্মৃতির পাতায় কেমন করে ভুলি।
যখন আমি প্রথম শ্রেণীর অঙ্ক খাতায় ভাসি,
তখন থেকেই মায়ের মনে ভাবনা বারোমাসই।
জীবন জুড়ে মা যে আমার প্রকৃত এক গুরু,
তাঁর ছোঁয়াতেই বেড়ে ওঠা পড়াশোনার শুরু !
মা মানে তো জীবন জুড়ে খুশির পরশ আঁকা,
ভালোবাসার সোহাগ মেখে একটু ভালো থাকা !
মা মানে মাথার উপর মস্ত গাছের ছায়া,
যাঁর আঁচলের ছত্রছায়ায় জড়িয়ে আছে মায়া !
আজকে আমি ভীষণ খুশি জীবন যেন ধন্য,
এসব আমি পেলাম শুধু আমার মায়ের জন্য।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রিয়াদ হায়দার
বসন্তপুর, পোস্ট - চাঁদনগর
থানা - ডায়মন্ড হারবার
জেলা - দঃ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত।

Comments
Post a Comment