কবিতা ।। মাটির টানে ।। অভিজিৎ মান্না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 19, 2022

কবিতা ।। মাটির টানে ।। অভিজিৎ মান্না



মাটির টানে

অভিজিৎ মান্না


ফেরে ঘরে ঘরের ছেলে ফিরত যেমন আগে।
সবার মনে তাইতো আজো খুশির  পরশ জাগে।
এমন টান জড়িয়ে ধরে  কাটবে না এ ডোর
সবাই এসে দেখবে তাকে রাত কেটে যেই ভোর ।
পাড়াটাও একই আছে , সেইতো মানুষগুলো
দুয়ার ঘেঁষে দাড়িয়ে আছে আগের মতো হুলো ।
মাঝে মাঝে প্ৰশ্ন করে একলা মনে ছেলে
ঘরে ফেরা এক্ই ভাবে মাটির টান বলে ‌?
 
=======≠====≠===============

অভিজিৎ মান্না
রবীন্দ্র পল্লী
আরামবাগ
হুগলি
712601














No comments:

Post a Comment