জীবন ও মৃত্যু
হামিদুল ইসলাম
এ পথ দিয়েই গেছি বহুবার
দেখা হয়নি মৃত্যুর সাথে
জীবন বৈমুখ
স্বপ্নকথা সব তুলে রাখি কল্পতরু ছায়ায় ।।
মুখোশে ঢাকা শহর
ভেজা রাত
ঠাণ্ডায় জমে যাচ্ছে বরফ জল
দিগন্ত ফেরত সব কথা ভিজে যাচ্ছে ক্লান্ত শিশিরে ।।
আকাশে সাঁঝের সুবাস
আলোর রোশনাই
আমরা ভুলে যাচ্ছি অতীত
আমাদের বুকে ঝুঁকে আছে আদিম রাত। তাম্রলিপ্ত দিন ।।
পথ চলতে চলতে অসুস্থ হচ্ছি
বাসা বাঁধছে অসুখ
মজ্জায় অসুখ
নির্জন দুপুরের গা বেয়ে নেমে আসছে মৃত্যুর গন্ধ ।।
ভাবি মরে যাবো
ভাবি বেঁচে যাবো
ভাবি আমার শ্বাসে মুখ দিয়ে পড়ে আছে জীবন ও মৃত্যু ।।
________________________________
গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর।
________________________________________________________

Comments
Post a Comment