কবিতা ।। নেতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। নেতা ।। সুশান্ত সেন

নবপ্রভাত পত্রিকা

নেতা

সুশান্ত সেন 


অনেক দাবার ঘুটি চেলে হলেন তিনি নেতা
চলন বলন আজব'তর নানান রকম কেতা।
হয় কে তিনি নয় করেছেন মনটা বেজায় শক্ত 
সরল লোকের যম সেজেছেন দুষ্টের অনুরক্ত,
কুকথাতে সিদ্ধহস্ত ভাবেন - কেমন করে
নির্বাচনে জিততে হবে !  থাকেন তারই ঘোরে !!
বগলাহাটের মোড়ে যদি দোকান দিতে চাও
তাঁরই হাতে গুজতে হবে টাকার থলিটাও,
সুস্থ নাগরিকের ভাষা বদলায় তার হাতে
এই শতকের বার্তা আসে অমাবস্যার রাতে।

----------------
সুশান্ত সেন 
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০


No comments:

Post a Comment