কবিতা ।। সাধের ঘর ।। জয়িতা চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 20, 2025

কবিতা ।। সাধের ঘর ।। জয়িতা চট্টোপাধ্যায়

নবপ্রভাত পত্রিকা

সাধের ঘর

জয়িতা চট্টোপাধ্যায়


উল্লাসে মেতে কিছু অসুখ আসে
যদিও এ তল্লাটে অসুখ ভালোবাসে না কেউ
তবুও সে আসে নরক নামের পৃথিবীর এক অংশকে চুমু খেতে

আসে সিঁধ কেটে রান্নাঘরে
যার ডাকনাম আজকাল জেলখানা
সেখানে ঝোলায় ফাঁসির দড়ি

হাঁড়ি উপুড় দিয়ে হাতবুলিয়ে দেয়
গৃহিণীর একশো বারের মৃত্যুদণ্ডে
উদভ্রান্ত মুখটিকে জড়িয়ে ধরে
আদর করে
মায়া শরীরে মাখিয়ে দেয় মায়াবী অসুখ...

================

জয়িতা চট্টোপাধ্যায়
শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ভারত

No comments:

Post a Comment