অসহায় দু'টি চোখ
অশোক দাশ
রোগ শয্যায় কাটে নিশিদিন
অসহায় দু'টি চোখ
খুঁজে ফেরে স্বজনের
হাসিমাখা মুখ,
সারি-সারি বেডে
যন্ত্রণাদীর্ণ কত মুখ
ব্যাধি নিরসনে
খোঁজে স্বস্তি একটু সুখ।
কত রোগী আসে নিত্যদিন
কেহ ফিরে যায় হাসি মুখে
প্রিয়জন সান্নিধ্যে
সুখী গৃহ কোণে,
কারো জীবনদীপ চিরতরে হয় নির্বাপিত
হসপিটাল অঙ্গনে।
রোগশয্যায় নির্মম বিশুদ্ধ অভিজ্ঞতা
নার্স-ডাক্তারের সাহচার্য আন্তরিকতা
যথাযথ সময়ে সেবা-ই পারে দিতে
একমাত্র রোগীর রোগ মুক্তির গ্যারান্টি।
----------------------
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
Comments
Post a Comment