দুটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত
পেঁচার কান্না
অসময়ের বিকেলে এখনও রোজ জল ঢালি
আমার ছাদের ইউক্যালিপটাস গাছে
প্রতিদিন দেখি সূর্য একটু একটু করে ঢলে পরে
রাতের কোলে,
অন্ধকার যত গাঢ় হয়
চাঁদের হাসি ...
উদাসীনতার নামাবলিতে এখন পেঁচার কান্না।
দাঁড়িয়ে রইলাম
দোতলার বারান্দায় ...
ঝোড়ো বাতাস উড়িয়ে দিলো
কত না বলা ইচ্ছাগুলোকে
যে ভাবে পথ বেঁকে গেছে নদীর পাড়ে
আম গাছের ডালে ডালে নতুন পাতা
বট গাছটা বয়সের ভারে মাথা নুইয়ে দাঁড়িয়ে
তোমরা বলো পরাজিত বটগাছ
আমি দেখি এক গর্ভধারিনী মাকে
প্রশ্ন ওঠে
একটা ঘুড়ি বটগাছ আমগাছকে ছাড়িয়ে
আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম।
==============
তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী

Comments
Post a Comment