প্রতিশ্রুতি
গৌতম সমাজদার
তোমার আঙ্গুলের স্পর্শ পেতে চাই--
যেখানে খুঁজে পাই তোমার আমার অনুভূতি,
তোমার নখের আঁচড়ে রক্তাক্ত হতে চাই!
বুঝে নিতে দুজনের রক্তের মেলবন্ধন।
গ্রীষ্মের দাবদাহে একসাথে পুড়তে চাই,
বুঝে নিতে চাই লড়াইয়ের মানসিকতা!
তোমার শরীরে লেপ্টে থেকে--
অঝোর বৃষ্টি ধারায় ভিজতে চাই।
যদি তাই, আসে মৃত্যু--
মৃত্যুর কাছ থেকে কিছুটা--
সময় চেয়ে নিয়ে একে অপরকে
শেষবারের মত দীর্ঘ্য আলিঙ্গনে
বাঁধতে চাই। মৃত্যু কে আমন্ত্রণে
থাকবে না কোন দ্বিধা, কথা দিচ্ছি।
====================
Goutam Samajder, 22/86 Raja Manindra Road, kol-37
Comments
Post a Comment