নববর্ষ
শঙ্কর নস্কর
চৈত্র শেষে বোশেখ এসে
যেই দাঁড়াল দ্বারে
শুরু হল নতুন বছর
বাংলা ক্যালেন্ডারে।
মা'বাবা আর ঠাম্মিদাদুর
পায়ে প্রনাম করে
নতুন বছর বরণ করি
পরম্পরা ধরে।
নতুন বছর কাটুক সুখে
জাত ভেদাভেদ মুছে
থাকবো সবাই সবার পাশে
দুঃখ যাবে ঘুচে।
কাঁদছে মানুষ, পায় না খেতে
দুই'বেলা পেট ভরে
অনাহারে তাঁদের শিশু
অপুষ্টিতে মরে।
নতুন বছর; রেখো ওদের
মোটা কাপড়-ভাতে
খুশির আলো উঠুক ভরে
ওদের মলিন হাতে।
****************
শঙ্কর নস্কর, পশ্চিম মাধবপুর, কুন্দরালী, বারুইপুর, দক্ষিণ ২৪পরগনা। পিন নং - ৭৪৩৬১০

Comments
Post a Comment