কবিতা ।। নববর্ষ ।। জীবন সরখেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

কবিতা ।। নববর্ষ ।। জীবন সরখেল

নববর্ষ 

জীবন সরখেল 


বাংলা নতুন বছর মানেই
নতুন পোশাক পরে 
সকালেই স্নান সেরে ছোটা 
দেব দেবীর মন্দিরে।
সবার সাথে কাটানো দিন 
সুখ আনন্দ গানে
সারা বছর কাটুক ভালো 
ইচ্ছে সংগোপনে।
বাঙালি পাঞ্জাবের শিখে
পয়লা বৈশাখ দিনে
অন্ধ্র তেলেঙ্গানা কন্নড় 
উগাদি পালনে।
মহারাষ্ট্রে গোয়ায় গুড়ি-
পদওয়া উৎসবে 
বেহাগ বিহু অসমীয়ার
নতুন বছর সবে।
পয়লা জানুয়ারি জগৎ 
নতুন বছর মানে
বাঁচে হাঁসে খেলে গান গায়
তাকায় জীবন পানে।
____________________

No comments:

Post a Comment