বিদায় বছর
সুদামকৃষ্ণ মন্ডল
চৈত্র মাসের বেজায় গরম কেউ যাবে না ঘুরতে
ঘামের জলে বেজায় কষ্ট গরম হাওয়া শুঁকতে
কাঁচা আমের চাটনি খেয়ে শোল মাছের টক
বুবুন যাবে আমার সাথে করছে বক বক
চড়ক মেলায় সাধুর ভিড় গাজন হবে রাতে
বঁটি ঝাঁপের "ভোলে বাবা " ফল ফেলবে হাতে
বাসন্তী সেজে দুর্গা দেবী মন্ডপ করে আলো
ঘুরে ফিরে খেলনা কিনে দোলায় চড়ব ভালো
পাড়া পড়শীর ভাই বোন মিলব নীল পূজায়
অতীত বছর মিলিয়ে যাবে নব বর্ষের ছোঁয়ায়
পয়লা বোশেখ হাল খাতা বর্ষ পঞ্জী শুরু
সবুজ শাখে ফুল ফলে রূপসী সাজে তরু
প্রতি বছর রবি ঠাকুর সবাই করি মান্য
কবিতা গানে বরণ করি বিশ্বে বাঙালি ধন্য
শাকে মাছে ভাতের থালা ভুরি ভোজের খাওয়া
এমনি করে আনন্দে কাটে একটি বছর পাওয়া
**************
সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347

Comments
Post a Comment