ঘরে ফেরা
বিপ্লব নসিপুরী
রঙের তুলি শাখে
বিষাদ মনে বিবাগী ঢেউ
আছড়ে পড়ে ক্ষোভে।
নয়ন তীরে অশ্রুনদী
দুকূল ভাঙে স্রোতে
ভিটে মাটি দোর কেড়েছে
গোটা পরিবার কাঁধে।
আকাশটা আজ ছাদ হয়েছে
মাটির স্নেহ ঘর
পরিচয়হীন মানুষের দল
সবার একই স্বর।
বছর শেষে নতুন বছর
দিচ্ছে হাতছানি
ক্ষোভের বাষ্প বিষাদ কষ্ট
উবে যাবে কী জানি?
অসম্মানের বিষফলা তীর
বিঁধেছে ওদের বুকে
এমন মলম কোথায় আছে
স্বস্তি দেবে প্রাণে।
হারিয়ে সবই খড়কুটো দেহ
বইছে সময় নীরে
নতুন বছর নতুন বাতাস
আনুক ফিরে তীরে।
*************
বিপ্লব নসিপুরী
গ্রাম পোস্ট শীতলগ্রাম
জেলা বীরভূম
পিন-৭৩১২৩৭

Comments
Post a Comment