প্রেম নদীর মাঝি গোবিন্দ মোদক প্রেম নদীতে ভাসাই ডিঙি উথাল পাথাল জল, ছোট্ট আমার তরীখানি করছে যে টলমল! জলের উপর ফুটে আছে কতো মোহন ফুল, ফুলের বোঁটা জড়িয়ে আছে তোমার মাথার চুল! জলের ভেতর আরো যে জল, টল-মল-টল করে, বিদেশ থেকে আসছে চিঠি বিরহিনীর ঘরে! জলের নিচে লুকিয়ে আছে রহস্য অজানা, সাধুজনে বারণ করেন যাওয়া নাকি মানা! প্রেমিক মন চায় যে যেতে সেই অচিনপুরে, সারা জীবন বৈঠা বেয়েও থেকে যায় দূরে! কিন্তু প্রেমিক শোনে নাকো সাধুজনের বারণ, সাধ করে তাই ডেকে আনে অতৃপ্তিটার কারণ! অবশেষে হালে পানি না পেয়ে সে কাঁদে, বিশ্বভুবন সারা জীবন পড়ছে ঘুঘুর ফাঁদে! তবুও তো প্রেম নদীতে সবাই ভাসায় তরী, প্রেম যমুনা উথাল-পাথাল কি যে এবার করি! মন রে মনে মতি রাখো করো সাধুসঙ্গ, প্রেম নদীতে ভাসিয়ে তরী দেখো আজব রঙ্গ!! ____________________ গোবিন্দ মোদক। রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া। পশ্চিমবঙ্গ --- 741103

Comments
Post a Comment