নববর্ষের টুকরো স্মৃতি
ভাগ্যধর হাজারী
চৈত্রের শেষে বৈশাখ আসে
আনে নতুনের বাণী
মুছে যায় যত কষ্টবেদনা
মনের আত্মগ্লানি ।
বছরের শুরু দোকানে দোকানে
হালখাতা উৎসব
মিষ্টির লোভে ভিড় জমাতাম
কোলাহল কলরব।
ভাইবোন মিলে টানাটানি করে
ক্যালেন্ডারের পাতা
ছিঁড়েছি সেসব হাতাহাতি করে
কানমোলা শেষে যা-তা।
নববর্ষের বৈশাখী ঝড়ে
আম কুড়ানোর ধুম
তপ্ত দুপুরে ছটফট করে
উড়তো সুখের ঘুম।
নববর্ষের শুরুতে কখনো
শিলাবৃষ্টির হানা
শিলের টুকরো উদোম শরীরে
ঘসতাম একটানা।
দূরের কুটুম বাড়িতে ফিরতো
খাওয়াদাওয়া হতো খুব
গল্পগুজবে দিন কাটাতাম
দুঃখ বেদনা ডুব।
নববর্ষের সুখস্মৃতিগুলো
স্বার্থপরের মত
বিভেদ প্রাচীরে হারিয়ে গিয়েছে
ঝাপসা মলিন ক্ষত।
================
ভাগ্যধর হাজারী
" প্রিয়দর্শী "
20/সি,কে পি মুখার্জি রোড
দক্ষিণেশ্বর
কলকাতা

Comments
Post a Comment