নববর্ষের উৎসবে
রাফেল ইসলাম
নতুন ভোরের নতুন আলোয়
পাখিরা গীত গায়,
আনন্দে মাঝি মাঝ নদীতে
পাল উড়িয়ে যায়।
বটের ছায়ে শান্তি মেলে
রাখাল বাজায় বাঁশি,
নতুনের আশায় গানের সুরে
বাউলের মুখে হাসি।
বাংলার বছর শুরু হলে
পহেলা বৈশাখ আসে,
নতুন করে পরশ লাগে
গাঁয়ের আকাশে বাতাসে।
নববর্ষের উৎসবে মেতে ওঠে
বাঙালিরা বাজার করে,
হালখাতার ঋণ পরিশোধ করে
মিষ্টি আনে ঘরে।
এগিয়ে চলে নতুন পথে
অজানা এক ঠিকানায়,
পুরানো যত দুঃখ আছে
হোক সব বিদায়।
চৈত্র শেষে গাঁয়ের মাঠে
বৈশাখী মেলা বসে,
নতুন পোশাকে ছেলে মেয়েরা
উল্লাসে যেন ভাসে।।
*************
নাম-রাফেল ইসলাম।
গ্রাম-বাগান বেড়িয়া(বিড়লাপুর)।
পোস্ট-চককাশিপুর।
থানা-নোদাখালি।
জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা।
পিন নম্বর-৭৪৩৩১৮.

Comments
Post a Comment