ছড়া ।। সব শিক্ষা ।। কার্ত্তিক মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2024

ছড়া ।। সব শিক্ষা ।। কার্ত্তিক মণ্ডল

সব শিক্ষা

কার্ত্তিক মণ্ডল

সূর্য যখন উঠল পুবে
নীলের কাছাকাছি
আপন মনে গুনগুনিয়ে
যাচ্ছে তো মৌমাছি। 

মধুর খোঁজে এফুল ওফুল
আনন্দে সব ঘোরে
অবাক হয়ে দেখি চেয়ে
একলা উঠোন দোরে। 

সৃষ্টি সুখে মত্ত সবাই
ক্লান্তি অবশ নাই
কর্মটাকেই ধর্ম ভাবে
সারা জীবন তাই। 

ধৈর্য এবং পরিশ্রমে
সফলতা আসে
সব শিক্ষাই লুকানো
প্রকৃতিরই কাছে। 

No comments:

Post a Comment