স্রষ্টার নিষ্ঠা
শংকর ব্রহ্ম
শিল্পী স্রষ্টা কবি এরা মনেহয় এক একজন সাধক। তারা তাদের স্বক্ষেত্রে তাদের মতোন করে নিষ্ঠার সঙ্গে সাধনা করে যান। সমকালের বিচারে হযতো তারা সব সময় মূল্যায়িত হন না, মহাকালে বিচারে তারা উৎরে গেলে তাদের আমরা মনেরাখি।
এর প্রকৃষ্ট উদ্হরণ সেক্সপীয়ার থেকে জীবনানন্দ দাশ।
সেক্সপীয়ার বারোশ' সালে যা লিখেছেন, তা আমাদের গোচরে এসেছে আঠেরোশ' সালে।
ছ-শ' বছর পরে।
জীবনানন্দ দাশও বেঁচে থাকতে
তাঁর কবিতার জন্য তেমন কোন সম্মান বা মূল্য পাননি। যতদিন যাচ্ছে, ততই তিনি আমাদের কাছে প্রিয় এবং আগ্রহের বিষয় হয়ে উঠছেন।
আজকাল যারা কবিতা লিখছেন, তাদের সকলের মূল্যয়ণ করার সামর্থ্য হয়তো আমাদের অনেকেরই নেই, আর নেই তার কোনও অবকাশও। আবার আজ যারা খুবই জনপ্রিয়, তারাও যে চিরকাল তাই থাকবেন এমন কোন নিশ্চয়তাও নেই।
এক সময় রামই পন্ডিত,কৃত্তিবাস ওঝা, আলাওল, বড়ু চন্ডীদাস, ভারতচন্দ্র রায়, হেমচন্দ্র, নবীন চন্দ্র, ঈশ্বর গুপ্ত, বিহারী লাল, কামিনি রায় খুবই জনপ্রিয় কবি ছিলেন। তাদের লেখা আজকাল, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র-ছাত্রীরা ছাড়া আর ক'জন পড়েন?
বরং পড়েন - জীবনানন্দ দাশ, শক্তি চ্যাটার্জী, সুনীল গাঙ্গুলী , জয় গোস্বামী, শ্রীজাত প্রমুখ।
তরুণদের মধ্যে আজ যারা নিষ্ঠার সঙ্গে কবিতা লেখার সাধনায় মেতে আছেন, তারাই হয়তো একদিন, জয় - শ্রীজাতর পাশাপাশি নিজেদের জায়গা করে নেবেন।
--------------------------------
SANKAR BRAHMA.
8/1, ASHUTOSH PALLY,
P.O. - GARIA,
Kolkata - 700 084.
Comments
Post a Comment