নতুন যে ফ্লাটটা তৈরী হচ্ছে তার পিলারের শিকগুলো
এমনভাবে আকাশের দিকে উঁচিয়ে আছে, দেখে মনে হচ্ছে প্রাচীনকালের কয়েদিদের
গাঁথার জন্যই তৈরী ওগুলো!
চারতলা ঢালাই হওয়া বাকিI
চারতলা ঢালাই হওয়া বাকিI
নাকি এটাও পাঁচতলা হবে?
কত-কত ফ্লাট আর কত-কত জানালা! ছোট-ছোট জানালাI
কতগুলো ফুলের টব ঝুলিয়ে সাজানো!
বাড়ির আলোগুলো জ্বলে উঠেছে.সবI
গোধূলির আলো যত ম্লান হবে ওগুলো উজ্জ্বল হবে তাতো!
গোধূলির আলো যত ম্লান হবে ওগুলো উজ্জ্বল হবে তাতো!
এখন ভেতরের আলোগুলো উজ্জ্বলI
বারান্দারওI ঘরের ভিতর লোক আছে-
এখান থেকে দেখা যাচ্ছেনা ঠিকইI তবে আছেI
তাদের আলাদা-আলাদা জগৎ, আর ইতিহাস!
আর রাস্তার ধারে বালি ছোঁড়াছুঁড়ি শেষ করে
ওই যে কুকুরটা ঢুকছে নির্মীয়মান ফ্লাটটাতেI
====================
আলাপন রায় চৌধুরী।
দমদম, কলকাতা- ৭০০০৬৫।
Comments
Post a Comment