ছড়া ।। সেই গ্ৰামটাই ।। বদ্রীনাথ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

ছড়া ।। সেই গ্ৰামটাই ।। বদ্রীনাথ পাল



সেই গ্ৰামটাই

বদ্রীনাথ পাল


যে গ্ৰামটাতে মাটির বাড়ি
দাঁড়িয়ে আছে সারি সারি
কাঁচা মেঠো পথ গিয়েছে সাপের মতো বেঁকে,
ছবি যেন কেউ রেখেছে এঁকে।

পুকুর ভরা কালো জলে
ভরা শালুক শতদলে
ঢেউ তুলেছে ঠিক যেখানে রাজহাঁসেরা এসে,
পানকৌড়ি যাচ্ছে ভেসে ভেসে।

চাঁদ যেখানে নদীর বুকে
করছে খেলা মনের সুখে
মন মাতিয়ে ভোরের বেলা বৈষ্ণবী গান করে,
আমলকী ফুল পথের পাশে ঝরে।

রাতের শেষে সকাল হলে
উড়ছে পাখি দলে দলে
যে দিকে চাও দেখবে কেবল শ্যামল সবুজ তুমি,
সেই গ্ৰামটাই আমার জন্মভূমি।
 
----------------------------------------
 

 
 বদ্রীনাথ পাল
বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া।
 
----------------------------------------------

No comments:

Post a Comment