শুরুর কথা
সৃজনী নায়েক
কাঠপিঁপড়েরা সারি সারি দিয়ে হেঁটে গিয়ে ভেবেছিল খুঁজে পাবে আল্পস,
পায়নি...
ওদের দলে আমিও ছিলাম, আরেকটু বেশি মদ,
আর দুটো বেশি রুটির প্রিভিলেজ ও পেডিগ্রি নিয়ে আমি ভেবেছি,
এত সহজেই পার হয়ে যাওয়া যায় কবিদের ছোটোনদী,
এখন একগলা সলিল সমাধি,
ওপারে গত বছরের লাশ মাটি চাপা দিচ্ছে কাঁটাওলা ঘড়ি,
আমি ঘুম...ঘুম...
পিঁপড়েরা পাহাড় চড়তে গিয়ে পা ফসকে মরে না,
তাই বেঁচে আছি,
অথচ দুনিয়ার ভার পিঠে নিয়ে যায় না উপরে ওঠা,
চোখ খুলতেই ভরাট কুয়াশা নতুন বছরটাকে মুখে ঠেসে ঢুকিয়ে দিচ্ছে মানুষের,
জোর করে ভালো থাকবই রেজলিউশন...
আমি জানি শুরুর কথা বলতে বলতেই কখন যে এ বছরটাও ফৌত হয়ে যাবে,
পিঁপড়ে বা মানুষ কেউ জানবে না।।
=====০০০=====
Comments
Post a Comment