শীতকাল
আহবাব হাসনাত লাবিব
চলে গেল কার্তিক এল অগ্রহায়ণ,
যেন আসলো নিয়ে শীতের নিমন্ত্রণ।
শীতের আগমণে চারিপাশে হইচই,
হায় হায় শীতের কাপড় গেল কই!
অভাবীরা সকালের রোদ্দুর তৃষ্ণায়,
খড়কুটো জ্বালিয়ে শীত আটকায়।
আসলে পাশে কাটবে ভালো সবার শীত,
যেন সবাই একসাথে গাইবো হেসে গীত।
যাক কেটে যাক শীত আনন্দে হেসে,
সবাই গাইবো গান ষড় ঋতুর দেশে।
শীত কাল আমার কাছে লাগে বেশ,
চারিদিকে পিঠাপুলি উৎসবের রেশ।
============
আহবাব হাসনাত লাবিব, বাংলাদেশ।
Comments
Post a Comment