কবিতা ।। ছোটোবেলার স্মৃতিকথা ।। ঋতম পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 16, 2023

কবিতা ।। ছোটোবেলার স্মৃতিকথা ।। ঋতম পাল

ছোটোবেলার স্মৃতিকথা

ঋতম পাল

 
সেদিন পুরোনো ব্যাগটা ঘাটতে ঘাটতে, 
খুঁজে পেলাম অনেক কিছু;
পেলাম অনেক গুলো উপহার, 
যেগুলো দেখি আমি বারংবার। 

যেগুলো দেখলে মন চলে যায় শৈশবে, 
শৈশব যখন ভরে উঠেছিল গৌরবে। 
আরো আছে অনেক স্মৃতিকথা, 
মনে পড়ে ক্লাসে স্যার আসলে, 
ভয়ে বইয়ের পাতা উল্টে দেখা। 

মনে পড়ে সেই পুরোনো স্কুলবাড়ি, বেঞ্চ, 
এখন হয়তো অনেক কিছুই হয়ে গেছে চেঞ্জ। 
মনে পড়ে পুরোনো স্যার, ম্যামদের, 
আবার কি কখনো ফিরে পাবো তাদের? 

ফিরে পাবো কি আবার সেই স্কুলবাড়ি? 
বন্ধুদের সাথে খেতে পারবো টিফিন করে কাড়াকাড়ি। 
যদি ফিরে পেতাম ছেলেবেলা, যেতাম পুরোনো স্কুলে ফিরে;
অনেক আনন্দ -মজা করতাম উপভোগ আবার, 
সেই স্কুলকে ঘিরে।

======================

ঋতম পাল
৫/২/H/১, কাশীপুর প্রাণনাথ চৌধুরী লেন কলকাতা- ৭০০০০২



No comments:

Post a Comment