সাহসী
মধুমিতা ভট্টাচার্য
মানবো না যে রীতি নীতি
পড়ব না আর মাস্ক-
শুকনো হল হাতের তালু,
ধুয়ে ধুয়ে পাঁক ।
ভয় পাই না করোণাকে
আমায় এবার ধরতে এলে,
গঙ্গাসাগর ঘুরব আমি
নাক চোখ মুখ সবটা খুলে।
বীর যোদ্ধা, সাহসী মন
ভেবো না আমি এলেবেলে
সপাটে যে ছয় মারব
করোণাকে হেসে খেলে ।
এত কথা বলার পর
জোড় কাশিতে হাঁপ যে ধরে,
শেষে করোণা ওয়ার্ডে ভর্তি হয়ে
অক্সিজেন যে নাকের পরে ।
---------------------
ডা:মধুমিতা ভট্টাচার্য
44/8 Raja Rammohan Roy Road,
Metro Park
Kolkata 700082
Comments
Post a Comment