চলো পাল্টাই
ফরমান সেখ
দীন-দুঃখীদের যেমন করে
কাটছে প্রতিদিন,
ততই মোদের প্রতিদিনে
বাড়ছে দায়ের ঋণ।
দূষণ গুলো কেমন করে
করি প্রতিকার,
সময় যত যাচ্ছে মোদের
বাড়ছে ততই ভার।
শিক্ষা-দীক্ষায় ঘুন ধরেছে
মানুষ মনে ক্ষীণ,
ঘরে ঘরে বাড়ছে বেকার
বাজছে দুঃখের বীন।
খাবার মালে আগের মতো
নাইকো কোনো গুন,
ভেজাল দিয়ে দিন দুপুরে
চলছে মানুষ খুন!
চরিত্রহীন মানুষ গুলো
যেন যুগের সাপ,
মনোনান্দে করছে তারা
অগাধ মহাপাপ।
চলো আমরা সবাই মিলে
মনের মন পাল্টাই--
সাজিয়ে তুলি নতুন করে
জীবনের ডালটাই।।
===============
ফরমান সেখ
গ্রাম -উদয়চাঁদ পুর
পোস্ট -জীবন্তী
থানা- বহরমপুর
জেলা -মুর্শিদাবাদ
পিন নং -742136

Comments
Post a Comment