কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায় ।। আঙুল জুড়ে বিষাদকলোনি... - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায় ।। আঙুল জুড়ে বিষাদকলোনি...


বেমানান

জয়িতা চট্টোপাধ্যায়

ভাঙা ভাঙা তার চোখের চাহনি, যেখানে রোজ নামছে শীত, আঙুল জুড়ে বিষাদকলোনি
বুকের ভেতর সহজাত কৃষ্ণচরিত, তার মাঠ ভরা বাতাসের খনি, এলোমেলো চলা অনেকটা সংযত, যেমন তার চোখ সতত উদাসীন, বুকের ভেতর পিষে যাওয়া বিদায়ের ক্ষত, অথচ হাসি দুঃসহ অমলিন। যেন এসেছে সে দূর কোনো ঠিকানা ছাড়িয়ে, অসময়ে তার সাথে হল শেষ দেখা, চোখের বাইরে যেন বিরহ দাঁড়িয়ে, স্মৃতিরা বেজে চলে নহবতে  একা। হারিয়েছে দিল তার পালকের ফাঁকে, মুখোশের পৃথিবীতে যদিও মানায় না তাকে। 

No comments:

Post a Comment