শীত মানে
শক্তিপদ পণ্ডিত
শীত মানে সকালবেলা চুমুক গরম চায়ে,
শীত মানে গরমজামা ছেলেবুড়োর গায়ে।
শীত মানে কাশ্মীরি শাল গায়ে জড়িয়ে রাখা,
শীত মানে মাঙ্কি ক্যাপে মাথা থাকে ঢাকা।
শীত মানে নলেনগুড় পায়েস-পুলিপিঠে,
শীত মানে সুয্যিমামার রোদটা লাগে মিঠে।
শীত মানে বাজার জুড়ে টাটকা আনাজপাতি,
শীত মানে নদীর চরে চলছে চড়ুইভাতি।
শীত মানে নাগরদোলা হরেক রকম মেলা,
শীত মানে অলিগলি চলছে ক্রিকেট খেলা।
শীত মানে চিড়িয়াখানা হাজার লোকের ভীড়,
শীত মানে কুয়াশায় ঢাকা গাছে পাখির নীড়।
শীত মানে সার্কাস-যাত্রাপালা গ্রামগঞ্জ জুড়ে,
শীত মানে বেড়িয়ে আসা সমুদ্র-পাহাড়চূড়ে।
শীত মানে উত্তর থেকে বইছে হিমেল হাওয়া,
শীত মানে চলছে গীজার গরম জলে নাওয়া।
শীত মানে জমিয়ে খাওয়া রবি থেকে সোম,
শীত মানে আরামে ঘুম মোটা লেপের ওম।
______________
শক্তিপদ পণ্ডিত
৭৬/১এ/২, ব্রাহ্ম সমাজ রোড,
বেহালা, কলকাতা - ৭০০০৩৪
Comments
Post a Comment