কবিতা ।। আগামী ।। সুজিত কুমার মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। আগামী ।। সুজিত কুমার মালিক


আগামী

সুজিত কুমার মালিক

ঝরে যাওয়া স্মৃতিমেদুর পাতা
উড়ে চলে ঠিকানাহীন প্রান্তরে...
নষ্ট ক্লোরোফিলে সিঁদুরে দাগ
কান্নায় বাঁচে হলুদ ফুল।
গরমিল জীবন হিসেব কষে
ভিক্ষুকের হাত শূন্য।
আকাঙ্খা কেবল অবয়ব জুড়ে
স্বপ্ন মোড়া নীল খামে!
মন খারাপের দখিনা হাওয়ায়
বৃষ্টির খবর ছিল, 
আধ খোলা জানালায়
বন্দী চাঁদের করুণ আর্তিতে
জোনাকীদের নজরদারি।
অপূর্ণতার চিবুক ছুঁয়ে
বেঁচে থাকুক ভবিষ্যৎ,
সেই পথেই অপেক্ষায়
কাঙ্খিত আগামী।
 
============ 

 
সুজিত কুমার মালিক
মইখণ্ড, হেলান, আরামবাগ, হুগলী


No comments:

Post a Comment