শতাব্দী এক্সপ্রেস
জীবনকুমার সরকার
ফসলের মাঠ পাশে রেখে ছোটে শতাব্দী
দেহাতি মানুষেরা গায় ফসলের গান
মাঠের আলে মাথা রেখে বিশ্রাম নেয়
সেসব গানের দিনলিপি
প্রাপ্ত বয়স্ক পৃথিবীর স্তন চুষে খায়
সবুজ পৃথিবী
ঘাসের রং নিয়ে লুটোপুটি খায়
কৃষকবউ আর ফণীমনসার ঝোপ।
আকন্দার সাদা রসে আঁকি ফেলে আসা
দামাল শৈশব,
খেজুরগাছে বুলবুলির রেখে যাওয়া পৌষের গল্প
আর গোরুর পাল নিয়ে শস্যের বাড়ি
ফাঁটা পা নিয়ে রোজ হেঁটে যায় কৃষকবালক
এইসব অমল পৃথিবীর মধ্যেই
সভ্যতার আলো নিয়ে শতাব্দী
ছোটে আর ছোটে -----
------------------------------------------------------------
জীবনকুমার সরকার
পরশপাথর অ্যাপার্টমেন্ট
৩ নং গভঃ কলোনী
ইংরেজ বাজার
মালদা
পিন : ৭৩২১০১
Comments
Post a Comment