সাক্ষাৎকাল
বিপ্লব গঙ্গোপাধ্যায়
ফেসবুকে দেখা হওয়া যে বন্ধুটি চলে গেল নক্ষত্রের দেশে
তাকে তো দেখিনি আমি কোনদিন
তবু তার মায়ামুগ্ধ চোখ ভেসে ওঠে
পৃথিবীতে মৃত্যুর অধিক কিছু থেকে যায়
শিলধোওয়া মশলার মতো
সবটুকু চেঁছে নিতে পারে না সময়।
নিহত মুহূর্তগুলি বিশল্যকরণী ছুঁয়ে বারবার বেঁচেবর্তে ওঠে
পৃথিবীতে যা ঘটেনি
তারই ছায়া নিয়ে অজস্র সাক্ষাৎকাল লিখে যায় অনন্ত আকাশ।
-------------------------
বিপ্লব গঙ্গোপাধ্যায়
ডিভিসি কলোনি।। ডাক আদ্রা ।।জেলা পুরুলিয়া ।। ৭২৩১২১

Comments
Post a Comment