পুরুষ ও একটি প্রশ্ন
মধুমালা বিশ্বাস
তোমার এত গর্ব কিসের? পুরুষ বলে?
তুমি বলবে না একদম-ই না। আমি তো এ নিয়ে গর্ব করিনা।
তবে শিকল বেঁধে উড়তে দিয়ে বুক ফুলাও কেন?
হাসতে হাসতে তাচ্ছিলের স্বরে বলে উঠলো, "কি করে? আমি তোমায় যতটা স্বাধীনতা দেই ততটা কোনো পুরুষ-ই দেয় না।"
স্বাধীনতা দেওয়ার তুমি কে? তুমি যে ভাবে পৃথিবীতে এসেছো আমি কি সে ভাবে আসিনি? তুমি যে ভাবে যতটা স্বাধীন আমিও সে ভাবে ততটাই স্বাধীন। তবে তোমার কিসের গর্ব স্বাধীন রাখার?
------×-------
মধুমালা বিশ্বাস
গ্রাম+পোস্ট- মেটেলী
জেলা- জলপাইগুড়ি
পিন- ৭৩৫২২৩

Comments
Post a Comment