কবিতা ।। দোষ ।। দীপাম্বিতা পান্ডে দীক্ষিৎ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। দোষ ।। দীপাম্বিতা পান্ডে দীক্ষিৎ

দোষ

 দীপাম্বিতা পান্ডে দীক্ষিৎ

জানি না কেন এমন হয় ভালবাসা না আবেগে,
জীবনযাপন চলে অন্যের দোষ অনুসন্ধানে ৷
সারাদিন চলে পরের ছিদ্র অন্বেষণ ৷
কোথায় ভুল কোথায় ক্রুটি সময় অসময়ে,
শুধু তার দোষ অপগুনের সমাবেশ ৷
ভালো নেই কোথাও কোনোখানে,
সারাক্ষন হাঁটাচলা কথা বলা শুধু দিনের পর দিন পার হওয়া,
দোষ দোষ আর দোষের অনুসন্ধানে ৷
আমি বড় ভালো আমার তুলনা আমি নিজে ৷
আমার কাজের পরিসংখ্যান মহাভারত রামায়ণে ৷
আমি কত করি উপকার লোকের চোখের সম্মুখে,
আড়াল থেকে নাটক জমায় পর্দার পিছনে ৷
তুমি বড় বাজে তোমার নেই কোনো গুন,
দোষের পাহাড়ে দাঁড়িয়ে আছে সকলে,
আমিই শুধু নির্দোষ একেলা ৷
দুনিয়াই নেই কোনো ভালো
আমার চোখের সম্বল ই দোষ ,
দোষের কোনো নেই উপোস |
তাই দোষ নিয়েই সবাই আছি বেশ ৷
--------------------------

 
 দীপাম্বিতা পান্ডে দীক্ষিৎ
 আসানসোল
 

No comments:

Post a Comment